Alexa বাংলাদেশের খারাপ ব্যাটিংয়ের দায় সাংবাদিকদের! 

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

বাংলাদেশের খারাপ ব্যাটিংয়ের দায় সাংবাদিকদের! 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:২৬ ১৫ নভেম্বর ২০১৯  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম দিন বলতে গেলে ব্যর্থ বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিলেও ব্যাট করতেই যেনো ভুলে গিয়েছিলেন টাইগার ব্যাটসম্যানরা। উইকেট বিলিয়ে মাত্র ১৫০ রানেই অল আউট মুমিনুলের দল। তবে এমন ব্যাটিংয়ের পিছনে সাংবাদিকদের দোষই দেখছেন অধিনায়ক।

বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন মুমিনুল। তিনি বলেন, ‘যদি বলি আপনাদের কাছে তা হাস্যকর মনে হবে। আমরা যখন কোনো সিরিজ খেলতে নামি আপনাদের একটা বড় ভূমিকা থাকে। কথাটা হয়তো আমার বিপক্ষে যেতে পারে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। এমনভাবে সব প্রশ্ন করেন, যেমন ধরুন রশিদ খান আছে, সেটা বারবার মনে করিয়ে দিতে থাকেন। আপনি যতই সেটা চিন্তা না করতে চান, আপনাকে তা ভাবিয়ে তুলবেই।’

টাইগার ক্যাপ্টেন আরো বলেন, ‘হ্যাঁ, আমাকে যে প্রশ্ন করেন সেটির উত্তর আমাকেই দিতে হবে। কিন্তু মাঝেমধ্যে একই প্রশ্ন করলে কী হয়, দেখা গেল আগে কখনো যেটা ভাবিনি তা মাথায় ঢুকে যায়। একবার ঢুকে গেলে হয়তো মাথায় সেটাই খেলতে থাকে। তবে এখানে আমাদের সবার মানসিকভাবে আরো শক্ত হতে হবে।’

ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় নিজের নিজের কাঁধে মুমিনুল বলেন, ‘আমরা কম রানে অলআউট হওয়াতে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, সিদ্ধান্তটা বাজে ছিল। আর এটাকে আমি নিজের ভুল মনে করছি। আমার মনে হয়, পরে আমরা ভালো অ্যাটাক করে গেছি। আমি আর মুশফিক ভাই খুব ভালো অ্যাটাক করেছি।  তবে আমি যদি ওই সময়ে আউট না হতাম, হয়তো একটু বড় ইনিংস খেলতে পারতাম। ভালো একটা সংগ্রহ হতো শেষে। আমার একটা ট্যাকটিক্যাল ভুল ছিল, যে কারণে আউট হয়ে গেছি।’

দ্বিতীয় দিনে ভারতকে দ্রুত অল আউট করাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। 

ডেইলি বাংলাদেশ/এএল