Alexa বাংলাদেশি চলচ্চিত্রে সানি লিওন

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

বাংলাদেশি চলচ্চিত্রে সানি লিওন

বিনোদন রিপোর্ট ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:২৫ ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৯:৫৭ ২০ আগস্ট ২০১৯

সানি লিওন

সানি লিওন

প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের হটকেক সানি লিওন।

পরিচালক শামীম আহমেদ রনির নতুন চলচ্চিত্র   ‘বিক্ষোভ’এ দেখা যাবে তাকে।  খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

বর্তমানে সেলিম খান ও শামীম আহমেদ রনি দুজন আছেন মুম্বাই। সেখান থেকে তারা জানিয়েছেন, সোমবার সানি লিওনের সঙ্গে মিটিং করেছেন।

নির্মাতা রনি জানান, বিক্ষোভের আইটেম গানে সানি লিওন থাকবেন এটি নিশ্চিত। এছাড়া  ‘বিক্ষোভ’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তীকে। তার বিপরীতে কে থাকবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী সেপ্টেম্বর মাসেই ‘বিক্ষোভ’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে বলেও জানান রনি। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।

শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ঢাকার রাজপথে সড়ক দুর্ঘটনা নিয়ে বিক্ষোভ ছবির প্রেক্ষাপট।

ডেইলি বাংলাদেশ/এমএস/আরএ