Alexa বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:২৭ ১৪ আগস্ট ২০১৯  

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বুধবার ভোরে উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ মণ্ডল ঠাকুরপুর গ্রামের গোলাম রসুল মণ্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাখার উদ্দীন জানান, ভোরে আব্দুল্লাহসহ ৩-৪ জন ঠাকুরপুর সীমান্তে গরু আনতে যান। তারা সীমান্তের ৮৯/৯০ মেইন পিলারের কাছে এলে বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় তিনজন পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়েন আব্দুল্লাহ।

নিহতের ভাই হাবিবুর রহমান বলেন, বিএসএফের হাতে ধরা পড়ার পর আব্দুল্লাহকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ সীমান্তের জিরো পয়েন্টে ফেলে রাখে। খবর পেয়ে সকালে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, আব্দুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার বলেন, ঠাকুরপুর সীমান্তে এক বাংলাদেশির মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics