Alexa বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানুন

ঢাকা, বুধবার   ২৪ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানুন

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:১০ ২৩ মার্চ ২০১৯   আপডেট: ০২:১০ ২৩ মার্চ ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশকে জানতে চাইলে বঙ্গবন্ধুকে জানুন। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই পড়ুন। জাতির সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানান। এতে তারা ইতিহাসের চেতনা নিয়ে এগিয়ে যেতে পারবে।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, চাঁদপুর শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানকার শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার পেছনে বাবা মায়েদের ভূমিকা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খান, এডিশনাল এসপি জাহেদ পারভেজ চৌধুরী, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, আয়োজক সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ, উপদেষ্টা ডা. পীযুষ কান্তি বড়ুয়া প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর