বাঁশঝাড়ে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ
প্রকাশিত: ১৭:৪৩ ২১ মার্চ ২০২০

বাঁশঝাড় (ফাইল ছবি)
মানিকগঞ্জে বাঁশঝাড় থেকে রানু বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউপির বেতিলা কবরস্থানের পাশে একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রানু বেগম ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর নান্না গ্রামের আরমান আলীর স্ত্রী।
নিহতের ভাগিনা বেতিলা-মিতরা ইউপির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজ আহমেদ জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন তার খালা রানু। চিকিৎসার জন্য প্রায় তিন মাস ধরে স্বামী-সন্তানসহ তাদের বাড়িতে থাকছিলেন। এক মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি।
সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, বাঁশঝাড়ে রানুর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমআর