Alexa বহুতল ভবন থেকে পড়ে যুবক নিহত

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

বহুতল ভবন থেকে পড়ে যুবক নিহত

ফেনী প্রতিনিধি

 প্রকাশিত: ২৩:১৯ ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ২৩:২১ ২৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে বহুতল ভবন থেকে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় এক যুবক নিহত হয়েছেন।

নিহত জুয়েল মিয়া হবিগঞ্জের বানিয়াচংয়ের চর ইউপির দিতাঙ্গলের কেনু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই ফারুক মিয়া বলেন, রোকেয়া নকশি টাওয়ারের ষষ্ঠ তলার লিফট স্থাপনের খোলা স্থান দিয়ে মালামাল ফেলার সময় অসাবধানতায় নিচে পড়ে যায় জুয়েল। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের বলেন, উপর থেকে পড়ে মরদেহের বিভিন্ন অংশ থেতলে যায়।

ফেনী সদর হাসপাতালের পুলিশের এসআই আবদুল আলিম বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ