Alexa বসল ২১তম স্প্যান, দৃশ্যমান অর্ধেকের বেশি

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২০,   মাঘ ৯ ১৪২৬,   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

বসল ২১তম স্প্যান, দৃশ্যমান অর্ধেকের বেশি

মুন্সিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:০১ ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:০৮ ১৪ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ২১তম স্প্যান বসানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সেতুর ৩২ ও ৩৩ নম্বর পিলারে ‘৬-বি’ নামে এ স্প্যানটি বসানো হয়। এতে সেতুর অর্ধেকের বেশি দৃশ্যমান হয়েছে।

গেল বছরের ৩১ ডিসেম্বর ২০তম স্প্যান বসানো হয়। এর ১৪ দিনের মাথায় ২১তম স্প্যানটি বসানো হলো। এর আগে সকাল ৯টায় মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দীর্ঘ ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে যায় ভাসমান ক্রেন তিয়ান-ই।

পদ্মাসেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, ভাসমান ক্রেন তিয়ান-ই সকাল সাড়ে দশটায় ‘৬-বি’ স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌঁছায়। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যান বসানোর কাজ শুরু করেন। কয়েক ঘণ্টা চেষ্টার পর বিকেল তিনটায় স্প্যানটি বসানো সম্পন্ন হয়।

এদিকে ২০ জানুয়ারি ‘১-ই’ স্প্যানটি মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলার এবং ৩০ জানুয়ারি ‘৬-এ’ স্প্যানটি জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর পিলারে বসানোর কথা রয়েছে।

অপরদিকে সেতুর সর্বপ্রথম তৈরি ‘১-এফ’ স্প্যানটি ৬ ও ৭ নম্বরের পিলারে সফলভাবে স্থাপন করা হয়েছে। ৬ জানুয়ারি দুপুরে এটি স্থানান্তরিত করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর/এস