Alexa বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছুদের পাশে হৃদয়ে বঙ্গবন্ধু ক্লাব

ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছুদের পাশে হৃদয়ে বঙ্গবন্ধু ক্লাব

বশেমুরবিপ্রবি প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২২ ৭ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের  ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু ক্লাব ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ তাদের অভিভবকদের জন্য ফ্রি আবসন ও খাওয়ার ব্যবস্থা করছে জাতির পিতার নামে গঠিত এ সংগঠনটি।

আগামী শুক্রবার ও শনিবার যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের তৃতীয় ও চতুর্থ ধাপের ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী এ সেবার আওতায় রয়েছেন ।  

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা শিক্ষার্থীরা আমাদের মেহমান । তাদের যথাযথ সেবা করাটাই আমাদের কর্তব্য।  

হৃদয়ে বঙ্গবন্ধু ক্লাব ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহন করছে।     

ডেইলি বাংলাদেশ/এমএইচ