Alexa বলিউড প্রযোজক চম্পক জৈন মারা গেছেন

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বলিউড প্রযোজক চম্পক জৈন মারা গেছেন

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:২৩ ১ নভেম্বর ২০১৯  

চম্পক জৈন

চম্পক জৈন

ভেনাস রেকর্ডস অ্যান্ড টেপস ও ইউনাইটেড-৭ এর কর্ণধার, বলিউডের প্রযোজক চম্পক জৈন বৃহস্পতিবার সকালে মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার বেলা ১১টায় মুম্বাইয়ের সান্তাক্রুজ হাসপাতালে তিনি মারা যান। 

অক্ষয় কুমার ও সইফ আলি খান অভিনীত সুপারহিট কমেডি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র মতো ছবির প্রযোজক ছিলেন তিনি। 

প্রযোজকের আকস্মিক মৃত্যুতে সোনু সুদ, সঞ্জয় নিরুপম, গুরপ্রীত কৌর চড্ডা শোক প্রকাশ করেন। সোনু টুইট করেছেন, চম্পক জৈন জির অকস্মিক‌ মৃত্যু আমাকে ব্যথিত করেছে। তার পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

সঞ্জয় নিরুপমের টুইট, চম্পক জৈনের অকাল মৃত্যুতে গভীরভাবে বেদনাহত। উনি ছিলেন আমার বন্ধু। তাকে নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে।

গুরপ্রীত লেখেন, ইন্ডাস্ট্রিতে তিনি নবাগতদের যেভাবে সাহায্য করতেন, ভোলা যাবে না।

ডেইলি বাংলাদেশ/টিএএস