Alexa বলিউডে ব্লকবাস্টার হবে যে ৯ নতুন ছবি

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

বলিউডে ব্লকবাস্টার হবে যে ৯ নতুন ছবি

 প্রকাশিত: ০৯:২২ ১৯ ডিসেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমানে বলিউডে বক্সে ব্লকবাস্টার নির্ভর করে ছবির কাহিনী ও অভিনেতার ওপরেই। কাহিনী, সংলাপ ও অভিনেতাদের অভিজ্ঞ অভিনয়ের সমন্বয় মিশ্রণে দর্শক হৃদয়ে জায়গা করে নেয় একেকটি ছবি। আসছে বছর ২০১৮-তে এমনি কয়েকটি ছবি আসবে, যা বলিউড বক্সে ব্লকবাস্টারসহ জায়গা করে নেবে নানা রেকর্ডের খাতায়ও। ছবিগুলো হলো

থাগস অফ হিন্দুস্তান: বিজয়কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ এবং সানা ফতিমা শেখ। আগামী বছরের ৭ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।হিচকি: যশরাজ ফিল্মসের এই ছবিতে রয়েছেন রানি মুখার্জি।গোল্ড: স্বাধীনতার পরে ভারত কীভাবে অলিম্পিকে প্রথম সোনার পদক জিতেছিলেন, তা নিয়েই এই ছবি। এতে রয়েছেন অক্ষয় কুমার।কালাকান্দি: সইফ আলি খান অভিনীত এই ছবি মুক্তি পাবে ১২ জানুয়ারি, ২০১৮।প্যাড-ম্যান: গ্রামীণ অঞ্চলের মহিলাদের কাছে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেয়াই মূল উদ্দেশ্য ছিল এই ব্যক্তির। অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং সোনম কাপুর। ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।ফ্যানে খান: অতুল মঞ্জরেকর পরিচালিত এই ছবিতে রয়েছেন ঐশ্বরিয়া ও রাজকুমার রাও। ১৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবিটি।


মণিকর্ণিকা: রানি লক্ষ্মীবাঈ-এর বায়োপিকে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। এছাড়াও রয়েছেন অঙ্কিতা লোখান্ডে। ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।ধড়ক: ধর্মা প্রোডাকশনের এই ছবিতে অভিনয় করবেন দুই স্টার কিড। এক জন হলেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর এবং আর এক জন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। ২০১৮ সালের ৬ জুলাই মুক্তি পাবে।


ভির দি ওয়েডিং: ছবিতে রয়েছেন কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া।


ডেইলি বাংলাদেশ/এসআই