Alexa বরিশাল বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

 প্রকাশিত: ১২:১৯ ২৩ জুলাই ২০১৭  

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সকাল সোয়া ৯টার দিকে ভবনটির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অফিস সহকারী মো. আজিজুল হক বলেন, তৃতীয় তলায় একটি বিকট শব্দের আওয়াজ পাই। এরপর থেকে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এটা কারা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি। ডেইলি বাংলাদেশ/টিআরএইচ