Alexa বরিশালে পাঁচ শতাধিক ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বরিশালে পাঁচ শতাধিক ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৮ ৫ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে পাঁচ শতাধিক ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার সকালে র‌্যাব-৮ বরিশাল সদর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আটক মাদক ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম যশোরের শার্শা থানার বাসিন্দা মো. ছাবেদ আলীর ছেলে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি  মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-খুলনা মহাসড়কে অভিযান চালায় তারা। এ সময় একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে তাতে তল্লাশি চালায় তারা। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান সংগ্রহের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় পিরোজপুর থানায় একটি মাদক মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস