Alexa বরিশালে ট্রাক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বরিশালে ট্রাক দুর্ঘটনায় নিহত ২

 প্রকাশিত: ১২:১৭ ৪ জুন ২০১৭  

বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার গরুর ব্যবসায়ী। রবিবার (০৪ জুন) ভােরে মহাসড়কের বেঁজগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মৃত আদম আলী শেখের ছেলে মো. জেহের আলী শেখ (৪০), একই উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন (৪২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে পটুয়াখালীগামী বিদ্যুতের খুটি বোঝাই একটি ট্রাক বেঁজগাতি এলাকা অতিক্রমকালে একটি চাক্কা পাংচার হয়। ওই ট্রাকটি মহাসড়কের একাংশে পার্কিং করে ট্রাকের চাক্কা বদল করছিলো। অপরদিকে ঝিনাইদহের শৈলকুপা পজেলা থেকে ১০-১২ জন গরুর ব্যবসায়ী একটি ট্রাক যোগে গরু কেনার জন্য বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গরুর হাটে যাচ্ছিল। গরুর ব্যবসায়ীদের বহনকারী ট্রাকটি বেঁজগাতি এলাকা বেপরোয়া গতিতে অতিক্রম করছিলো। এ সময় গরুর ব্যবসায়ীদের বহনকারী ট্রাকটি পার্কিং করা বিদ্যুতের খুটি বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে গরুর ব্যবসায়ীদের বহনকারী ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে বিদ্যুতের খুঁটি ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং ৬ জন অাহত হয়। গুরুতর আহত ৬ গরুর ব্যবসায়ীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সোয়া এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে রাস্তার পাশে নেয়া হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ডেইলি বাংলাদেশ/এসআই