Alexa বন্যার পানি দেখতে গিয়ে শিশুর মৃত্যু 

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বন্যার পানি দেখতে গিয়ে শিশুর মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:১৫ ২১ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানি দেখতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে স্রোতের কবলে পড়ে তার মৃত্যু হয়। 

সোনিয়া আক্তার ফুলপুরের নগুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। নিহত সোনিয়া স্থানীয় একটি মহিলা মাদরাসার ছাত্রী ছিলো।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, নগুয়া বাজারের কাছে খড়ীয়া নদীতে সোনিয়া আক্তার, রুমা ও খুশিসহ পাঁচ বান্ধবী বন্যার পানি দেখতে যায়। এ সময় ডুবন্ত সড়ক উপর আসা পানির স্রোতে পা পিছলে খালে পড়ে তারা। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও সোনিয়া নিখোঁজ হয়ে যায়। উদ্ধারকৃত ৪ জনকে চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা।

এলাকাবাসী সঙ্গে সঙ্গেই ফুলপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিরা এসে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। 

ডেইলি বাংলাদেশ/জেএস

Best Electronics
Best Electronics