Alexa বন্ধ হলো ট্রাম্পের ক্যাসিনো!

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

বন্ধ হলো ট্রাম্পের ক্যাসিনো!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৩৮ ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১১:০৮ ২০ সেপ্টেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আমেরিকার আটলান্টিক সিটিতে প্রায় ২৯ বছর আগে চালু হয়েছিল ক্যাসিনো তাজমহল। এটির মালিক বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই ক্যাসিনোকে ‘পৃথিবীর অষ্টম আশ্চর্য’ বলে অভিহিত করতেন। বিষয়টি তুলে ধরে ফেইসবুকে স্ট্যাটাস  দিয়েছেন বদরুল আলম নাবিল নামে এক সাংবাদিক।

তিনি লিখেছেন, ভারতের মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের আদলে বড় গম্বুজ, মিনার ও পিলারের মাধ্যমে তৈরি ‘ডোনাল্ড ট্রাম্প তাজমহল’ ১৯৯০ সালে ২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত হয়। 

কিন্তু লাভের মুখ না দেখায় প্রেসিডেন্ট নির্বাচিত হবার ঠিক আগে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর তাজমহল বন্ধ করে দেওয়া হয়। এতে তিন শতাধিক বাংলাদেশী ও আট শতাধিক দক্ষিণ এশীয়সহ দেড় হাজারের বেশি শ্রমিক বেকার হয়। 

২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে ঢাকা থেকে যাওয়া সাংবাদিকদের একটি দল আমরা গিয়েছিলাম নায়াগ্রা ও আটলান্টিক সিটিতে। সে সময় ডেনাল ট্রাম্প নামে কাউকে আমি চিনতাম না। তবে ক্যাসিনোটির আভিযাত্য ছিলো চোখ ধাঁধানো।

ডেইলি বাংলাদেশ/এমএস