Alexa বন্ধ হতে পারে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বন্ধ হতে পারে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:২১ ২০ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যমুনা নদীর পানি বেড়ে টাঙ্গাইলের এলেঙ্গা-ভূঞাপুর সড়কের শ্যামপুর ও ফুলতলার ডাইভারসন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে যান চলাচল বন্ধ হতে পারে। এতে লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাবে। 

সরেজমিনে শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, এলেঙ্গা-ভূঞাপুর সড়কের ১০টি ব্রিজ ও একটি কালভার্ট নির্মাণ কাজ চলছে। ব্রিজগুলো ভাঙার পর যান চলাচলে সুবিধার জন্য পাশেই ডাইভারসন বানানো হয়েছে।

স্থানীয় সালাম, কামরুল, সজল জানান, ব্রিজের ভাঙা ইট ও আবর্জনা দিয়ে ডাইভারসন নির্মাণ করেছে ঠিকাদাররা। ডাইভারসনের নিচ দিয়ে বন্যার পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। এতে কয়েকটি ডাইভারসনের বাঁধ নাজুক হয়ে পড়েছে। যানবাহনগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। বাঁধ ভেঙে গেলে যান চলাচল বন্ধ হয়ে যাবে। এছাড়া কালিহাতী ও ঘাটাইলের পূর্বাঞ্চলের অসংখ্য গ্রাম তলিয়ে যাবে।

ভূঞাপুরগামী ট্রাকচালক জোবায়ের হোসেন বলেন, ডাইভারসনের বাঁধগুলো পানিতে নরম হয়ে গেছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুল এহসান বলেন, ডাইভারসন ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি জেনেছি। আপাতত কিছু করার নেই। পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩