Alexa ১৪ বছরের বন্ধুকে স্বামী বানাচ্ছেন জুন মালিয়া

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

১৪ বছরের বন্ধুকে স্বামী বানাচ্ছেন জুন মালিয়া

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৬ ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:১৮ ৫ নভেম্বর ২০১৯

জুন মালিয়া

জুন মালিয়া

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে আগামী ১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এ নায়িকা।

জানা গেছে, সৌরভ চট্টোপাধ্যায় কলকাতার একজন ধনাঢ্য ব্যবসায়ী।

এর আগেও একবার বিয়ে হয়েছিল মালিয়ার। বিচ্ছেদও হয়েছে। সেই ঘরে এক ছেলে ও এক মেয়ে বর্তমানে মালিয়ার সঙ্গে থাকে। মূলত তাদের কথা ভেবেই বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা।

এদিকে সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে টানা ১৪ বছর সম্পর্কে থাকার পরও আগে বিয়ের সিদ্ধান্ত নেননি জুন মালিয়া। অবশেষে এবার দীর্ঘদিনের বন্ধুকে বিয়ের সিদ্ধান্তটা নিলেন তিনি।

প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন জুন মালিয়া।‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নীল নির্জনে’, ‘পদক্ষেপ’, ‘২২ শ্রাবণ’, ‘দ্যা বং কানেকশন’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস