Alexa হেয়ার-মেকআপের পর...

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

হেয়ার-মেকআপের পর...

 প্রকাশিত: ১৮:০৪ ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ১৮:১৭ ৭ অক্টোবর ২০১৮

ঢালিউড নায়িকা নিপুণ

ঢালিউড নায়িকা নিপুণ

লুবনা রফিক। হেয়ার এবং মেকআপ ট্রেনিংয়ে তার সুনাম রয়েছে। নিজ নামেই সারা বিশ্বে বেশ পরিচিত তিনি। বলিউডের কারিনা কাপুরের মতো তারকাও তার মেকআপের ভক্ত! 

এদিকে, সম্প্রতি লন্ডনে যাওয়ার পর লুবনা রফিকের হাতে হেয়ার এবং মেকআপের পর ব্র্যান্ডের কিছু পোশাকের মডেল হিসেবে অন্যরকম এক ফটোসেশনে অংশ নেন ঢালিউড নায়িকা নিপুণ। 

এ প্রসঙ্গে তিনি বলেন, লুবনা রফিক সারা বিশ্বে বেশ জনপ্রিয়। আমি তাকে আমার ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে ট্রেইনার করে চলতি মাসেই ঢাকায় আনবো। সে বিষয়ে কথাও চূড়ান্ত হয়েছে। সেখানে কথা শেষে ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শ্যামল এবং ভূমিকার ডিজাইন করা ড্রেসে মডেল হিসেবে কাজ করলাম।

অনেকদিন পর এমন ফটোসেশনে অংশ নিয়ে বেশ ভালো লাগলো। ফটোগ্রাফার ছিলেন ইরফান রফিক এবং আজিম। হেয়ার স্টাইলিস্ট হিসেবে বলিউডের নিরু এবং জুয়েলারি ডিজাইনার ছিলেন বিবি লন্ডন।

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics