Alexa বনানীর নানার বাড়িতে জায়ানের মরদেহ

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

বনানীর নানার বাড়িতে জায়ানের মরদেহ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৩ ২৪ এপ্রিল ২০১৯  

ডেইলি বাংলাদেশ

ডেইলি বাংলাদেশ

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর মরদেহ বনানীর দুই নম্বর রোডের ৯ নম্বরে নানা শেখ সেলিমের বাসাভবনে পৌঁছেছে। জায়ান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল রহমান সেলিমের নাতি। 

দুপুর ১.৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জায়ানের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়। মরদেহের সঙ্গে শেখ সেলিমের স্ত্রী, পুত্র এবং জায়ানের দুই ভাই এসেছেন। তবে আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া।

এদিকে জানাজা অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জায়ানের মরদেহ পৌঁছানোর পর শেখ সেলিমের বাসায় শোক সন্ত্বপ্ত পরিবারকে সান্তনা জানাতে দুপুর আড়াইটায় সেখানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানাজার জন্য নির্ধারিত চেয়ারম্যান বাড়ি মাঠেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রবেশের জন্য তিন গেটেই রাখা হয়েছে ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা। পাশাপাশি প্রচুর মানুষের সমাগমের কথা মাথায় রেখে মনিটরিংয়ে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও রাখা হয়েছে৷

ডেইলি বাংলাদেশ/এস.আর/এলকে