Alexa বড়শিতে ধরা মাছের লোভে নদীর পাড়ে উঠল কুমির, অতঃপর...

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

বড়শিতে ধরা মাছের লোভে নদীর পাড়ে উঠল কুমির, অতঃপর...

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৪৫ ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ১৮:৫১ ৩১ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবাক কাণ্ড তো বটেই! নদীতে বড়শি পেতে দুই ব্যক্তি ধরছিলেন মাছ। তাদের বড়শিতে হঠাৎ ধরা পড়ল এক মাছ। সেই মাছ পানি থেকে ডাঙ্গায় তুলতেই ঘটল বিপত্তি। মাছ খেতে এক লাফে সোজা পাড়ে উঠে এল কুমির।

কুমিরের ভয়ে ওই দুই ব্যক্তি পিছিয়ে যেতে লাগলেন। কুমিরও মাছের লোভে তাদের দ্রুত ধাওয়া করতে থাকে। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ওই ব্যক্তিরা মাছ ফেলে পালিয়ে যান। আর সে সময় পুরো মাছটি মুখে পুরে নেয় কুমির। মুহূর্তেই গিলে ফেলে মাছটি। 

সম্প্রতি অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কের কাহিল ক্রসিংয়ে এ ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার ভিডিওটি ‘টুরিজম টপ অ্যান্ড’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। 

ভিডিওটি শেয়ারের পরই তা ভাইরাল হয়ে যায়। গেল সপ্তাহে শেয়ার করা ওই ভিডিও এরই মধ্যে দেখছেন ১১ লাখের বেশি মানুষ।  

এদিকে স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ার কাহিল ক্রসিং কুমিরদের জন্য কুখ্যাত। সেখানে প্রায়ই কুমিরদের উৎপাত দেখা যায়। 

ডেইলি বাংলাদেশ/জেডআর