Alexa বজ্রপাতে মাঠেই লুটালেন ফুটবলার

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

বজ্রপাতে মাঠেই লুটালেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:২৮ ২২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভিডিও...

 

প্রতি বছর আমাদের দেশে বজ্রপাতের কারণে অনেক মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু খেলার মাঠে সেরকম কোন ঘটনার খবর এখনো ঘটেনি। 

কিন্তু জ্যামাইকায় খেলার মাঠে বজ্রপাতের ঘটনা ঘটেছে।

১৬ সেপ্টেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের জ্যামাইকায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে বজ্রপাতের আঘাতে মাঠের মধ্যেই ঢলে পড়েন দুই ফুটবলার। আহত হন আরও চারজন। 

এরপরই এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জ্যামাইকার কিংস্টনে ইস্ট ফিল্ড স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্ট ডিজিসেল ম্যানিং কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল উলমার বয়েজ স্কুল এবং জ্যামাইকা কলেজ। ভালোভাবেই শেষের পথে এগিয়ে যাচ্ছিল খেলা। ম্যাচের বাকি তখন আর মাত্র কয়েক মিনিট। তখন ২-১ গোলে এগিয়ে ছিল উলমার বয়েজ।

তখনই হুট করে দুইবার বজ্রপাতের ঝলকানি দেখা যায় মাঠে। যাতে নিজেদের মুখ চেপে ধরে মাঠের মধ্যেই ঢলে পড়েন জ্যামাইকা কলেজের দুই রক্ষণভাগের ফুটবলার টেরেন্স ফ্রান্সিস এবং নিক্যাক মারে। এছাড়া গুরুতর আহত হন উলমার বয়েজের ডোয়াইন অ্যালেনসহ ৪ ফুটবলার।

এ ঘটনায় ফ্রান্সিস ও মারেকে নামের ফুটবলারকে মাঠে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেন রেফারি। 

মাঠ থেকেই সরাসরি হাসপাতালে নেয়া হয় ফ্রান্সিস ও অ্যালেনকে। পরে বুকে ব্যথার কথা বললে ইসিজির জন্য জ্যামাইকার ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয় মারেকে।

সরাসরি বজ্রপাতের শিকার হলেও, গুরুতর কিছু হয়নি ফ্রান্সিস ও মারের। এছাড়া অ্যালেনও আশঙ্কামুক্ত আছেন বলে জানা যায়। 

ডেইলি বাংলাদেশ/সালি