Alexa বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রযোজক-পরিবেশক সমিতির শ্রদ্ধা নিবেদন

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রযোজক-পরিবেশক সমিতির শ্রদ্ধা নিবেদন

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১২ ২২ আগস্ট ২০১৯   আপডেট: ১৯:২৪ ২২ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নবনির্বাচিত এ কমিটির সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম, সহ-সভাপতি গোলাম মো. কিবরিয়া লিপু, সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল, সহ-সাধারণ সম্পাদক আলীমুল্লাহ খোকন 

আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী মনির, সাংস্কৃতিক সম্পাদক হিমেল, আন্তর্জাতিক সম্পাদক ইলা জাহান নদী, ড্যানি সিডাক, ইস্পাহানি আরিফ, বিপ্লব শরীফ, শাহ আলম মন্ডলসহ অনেকে। 

দীর্ঘ ৭ বছর পর গত ২৭ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই মধ্যে নির্বাচিতরা শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝে নিয়েছেন। ২০২১ সাল পর্যন্ত সংগঠনটির নেতৃত্ব দিবেন এ কমিটি।

ডেইলি বাংলাদেশ/এমএস