Alexa বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে চিকিৎসা দেবে বিএসএমএমইউ

ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৩ ১৪২৬,   ০২ রজব ১৪৪১

Akash

বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে চিকিৎসা দেবে বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:২০ ১২ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেয়া হবে। 

আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ বিশেষ সেবা।

এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি সফল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সব বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালকসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বিএসএমএমইউ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মদিনে বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কর্মসূচিরউদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। একইসঙ্গে এবার বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হবে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে- সিবিসি, পিবিএফ, ইউরিন আরএমই, সিএস, উইডাল টেস্ট, সিআরপি, আরবিএস, এফবিএস, এস ক্রিয়েটিনিন, এসএএলটি, ব্লাড গ্রুপিং, এইচবিএসএজি, এন্টি-এইচসিভি, এক্স-রে চেস্ট (পিএভিউ) ও আল্ট্রাসাউন্ড হোল এবডোমেন।

ডেইলি বাংলাদেশ/এসআই