Alexa বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৫ ১৪২৬,   ১২ রবিউস সানি ১৪৪১

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

 প্রকাশিত: ১৫:২২ ২১ জুলাই ২০১৭  

বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বগুড়া শহরের ছিলিমপুর টাউন পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (টিএসআই) আশুতোষ জানান, ধনকুণ্ডি এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও সাতজন আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ডেইলি বাংলাদেশ/আরকে