Alexa বগুড়ায় বজ্রপাতে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ তিনজন

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

বগুড়ায় বজ্রপাতে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ তিনজন

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৩৯ ২২ আগস্ট ২০১৯   আপডেট: ১৭:৪৫ ২২ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় স্কুলছাত্রীসহ দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাকাতমারা চরে স্বামী-স্ত্রী ও চর বাটিয়া মাঠে কৃষক নিহত হন। নিহতরা হলেন- ওই এলাকার আমিনুল ইসলাম, তার স্ত্রী ফাতেমা খাতুন ও তহসিনের ছেলে সুমন। 

আহতরা হলেন- উপজেলার দেবডাঙ্গার আব্দুল মোমিনের মেয়ে স্কুলছাত্রী তানিয়া ও কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় তবিবর রহমানে ছেলে সুমন।

স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ও তার স্ত্রী নিহত হন। এছাড়া চর বাটিয়া মাঠে কাজ করার সময় বজ্রপাতে সুমন আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাছাড়া একই সময় বজ্রপাতে দোকানী সুমন ও স্কুল থেকে বাড়ি ফেরার সময় তানিয়া আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বজ্রপাতে তিনজনের মৃত্যু ও দুইজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ