Alexa বগুড়ায় ট্রাকচাপায় দুই অটোযাত্রী নিহত

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

বগুড়ায় ট্রাকচাপায় দুই অটোযাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৮:৪১ ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৮:৪৪ ১১ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরের গোহাইল এলাকায় ট্রাকচাপায় দুই অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রামের কালিশপুর পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ তোফাজ্জল বারী বুলবুল ও শাজাহানপুরের মহিষমারার নুরুল ইসলাম শেখ। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মণ্ডল জানান, রাজশাহী থেকে বগুড়ামুখী একটি ট্রাক গোহাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

তিনি আরো জানান, দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন।

ডেইলি বাংলাদেশ/জেএস