বইমেলায় সিয়াম মেহরাফ’র ‘চতুষ্কোণ’
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:৪১ ২৫ ফেব্রুয়ারি ২০২০

থ্রিলার উপন্যাস ‘চতুষ্কোণ’ এর লেখক সিয়াম মেহরাফ
প্রথমবারের মতো বই, তাও আবার থ্রিলার! হ্যা, একদম ঠিক! সিয়াম মেহরাফ এর প্রথম বই হিসেবে বইমেলায় এসেছে কিশোর থ্রিলার উপন্যাস ‘চতুষ্কোণ’। দাঁড়িকমা প্রকাশনী ৪৮ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে।
প্রথম বই হিসেবে বেশ ভালোই সাড়া ফেলেছে বইটি কিশোর ও তরুণদের মাঝে। বইটির রিভিউও আসছে বেশ ভালোই। সব মিলিয়ে ভালোই সাড়া ফেলেছে সিয়াম মেহরাফ এর ‘চতুষ্কোণ’ বইটি।
একটা ৫ বছরের বাচ্চা, যে কিনা মারা যায় দুর্ঘটনায়! অথচ পরক্ষণেই বেরিয়ে আসে ওটা আসলে কোনো দুর্ঘটনা ছিল না, ছিল খুন! সেই খুনের তদন্ত করতেই মাঠে নামে গোয়েন্দা বিভাগ। কিন্তু তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আরো এমন কিছু তথ্য, যা রহস্যটাকে বাড়িয়ে দেবে। সব রহস্য ভেদ করে গোয়েন্দা বিভাগ কি পারবে কেসটার সমাধান দিতে? এই নিয়েই সিয়াম মেহরাফ এর বই ‘চতুষ্কোণ’।
ডেইলি বাংলাদেশ/এমআরকে