Alexa বইমেলায় পদ্ম’র সাইলেন্সবাতি

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৯ ১৪২৬,   ২৭ জমাদিউস সানি ১৪৪১

Akash

বইমেলায় পদ্ম’র সাইলেন্সবাতি

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১৬ ২২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ১৯:১৮ ২২ ফেব্রুয়ারি ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা ব্যান্ড সঙ্গীত যারা শোনেন তোফায়েল আহমেদ পদ্ম’কে সবাই ভালোভাবেই চেনেন। এই দশকের পুরোটা জুড়েই ‘চিৎকার’ নামের গানের দলটি মাতিয়ে রেখেছেন গানপ্রিয়দের মন। ব্যান্ডটির এই ভোকালিস্ট একই সঙ্গে একজন গীতিকার ও সুরকার। 

এসব বিশেষত্বের বাইরে তিনি যাপন করেন এক কবি সত্ত্বা। ফলে গান রচনার পাশাপাশি নিয়মিত লেখেন কবিতাও। তরুণ এই শিল্পীর এবার একুশে বইমেলায় এসেছে ‘সাইলেন্সবাতি’ নামে কবিতার বই। এটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী। তার এটি দ্বিতীয় কবিতার বই। 

‘সাইলেন্সবাতি’ প্রসঙ্গে পদ্ম বলেন,  মেলায় বইটি একটু দেরিতে এসেছে। বিস্মৃতিতে ডুবে যাওয়া একটি নাম যেমন মনে এসেও আসে না। কিছু সময় পর দারুণ সব স্মৃতি সঙ্গে নিয়ে মনে আসে তেমনি বইটিও আসি আসি করে অবশেষে এসেছে। এই বই আমার সংকট ও স্বপ্নের অনুবাদ। অনেক দিন আড়ালে থাকা মানুষের ভিড়ে আসা মোলায়েম চিৎকার। বইটি হয়তো সবার ভালো লাগবে।

পদ্ম জানান, সাইলেন্সবাতি মূলত নীরবতার কবিতা। বইটির প্রচ্ছদ করেছেন সাফিন চৌধুরী। পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৪২২ নাম্বার স্টলে।

ডেইরি বাংলাদেশ /টিএস/আরএইচ/জেডআর