Exim Bank
ঢাকা, বুধবার ২০ জুন, ২০১৮
Advertisement

ফয়জুলের ভাই এনামুলের ৮ দিনের রিমান্ড

 সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৯, ১৩ মার্চ ২০১৮

১৩১ বার পঠিত

ফাইল ফটো

ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরের ভাই এনামুল হাসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা ২টায় সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমার তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানী শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, এর আগে গত বৃহস্পতিবার হামলাকারীর ১০ দিনের ও রোববার ফয়জুলের বাবা আতিকুর রহমান, মামা ফজলুর রহমানের ৫ দিন করে ও মা মিনারা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

ডেইলি বাংলাদেশ/আরআর

সর্বাধিক পঠিত