ফ্লেমিঙ্গো পাখির রক্তক্ষয়ী লড়াই, রহস্যের ভিডিও ভাইরাল
প্রকাশিত: ২০:৪৯ ২৫ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ২০:৫৫ ২৫ ফেব্রুয়ারি ২০২০

ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট
মা ফ্লেমিঙ্গো পাখি নিজের ছানাকে বাঁচাতে অন্য ফ্লেমিঙ্গো পাখির সঙ্গে রক্তক্ষয়ী লড়াই করছে। এ ভাবনা মনে উঁকি দিলেই আপনার ধারণা ভুল। এটি একটি রহস্য। সেই রহস্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর ভাইরাল হয়ে পড়েছে।
প্রবীণ কাসওয়ান নামের এক ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা ভিডিওটি ২০ ফেব্রুয়ারি আপলোড করেন। মঙ্গলবার রাত পর্যন্ত ভিডিওটি দুই লাখ ১৮ হাজার ৫০০ লোক দেখেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফ্লেমিঙ্গো পাখি ধারালো লম্বা ঠোঁট দিয়ে অন্য পাখির মাথায় চেপে ধরে রেখেছে। ঠোঁটের আঘাতে অন্য ফ্লেমিঙ্গোটির মাথা থেকে গল গল করে ঝরছে রক্ত। আর রক্তাক্ত অবস্থায় নিজের ছানাকে আগলে রেখেছে মা ফ্লেমিঙ্গো।
কিন্তু এ রহস্যের অবসান ঘটালেন প্রবীণ কাসওয়ান। তিনি বলেন, ওই দুটি পাখি লড়াই করছিল না। তাদের নিজেদের ছানাকে খাবার খাওয়াচ্ছিল। আর রক্তের মতো ঝরে পড়া তরল আসলে শস্যের দুধ। ওই পাখিগুলি নিজেদের পরিপাকতন্ত্রের সহায়তায় দুধ তৈরি করে ছানাদের মুখে ঢেলে দেয়। যা অতি পুষ্টি ও ফ্যাট সমৃদ্ধ।
ডেইলি বাংলাদেশ/এমকেএ