Alexa ফ্রেঞ্চ ওপেনের সেমিতে মুগুরুজা

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে মুগুরুজা

 প্রকাশিত: ০৪:৫৭ ৭ জুন ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ান গ্রেট মারিয়া শারাপোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন গারবিন মুগুরুজা।

পুরো খেলায় একক প্রাধাণ্য বজায় রেখে বিধ্বস্ত করেই শারাপোভাকে বাড়ির টিকিট হাতে ধরিয়ে দিয়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা। তিনি জিতেছে সরাসরি ৬-২, ৬-১ সেটে।

জয়ের হিসেবে করেই কোর্টে নেমেছিলেন মারিয়া শারাপোভা। মুরুগুজার সাথে শেষ তিন দেখার তিনটিতেই জয় ছিল রুশ টেনিস ললনার। সেই মুগুরুজার মাত্র ৭০ মিনিট লেগেছে টেনিসের সাবেক নম্বর ওয়ানকে পরাজিত করতে।

এই নিয়ে প্যারিসে অনুষ্ঠিতব্য ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয়বারের মতো সেমিতে পৌঁছালেন মুগুরুজা। গেল ২০১৬ ফ্রেঞ্চ কাপের শিরোপা হাতে তুলেছিলেন এই ২৪ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।

আরেক কোয়ার্টারে বর্তমান নম্বর ওয়ান সিমোনা হ্যালেপ কষ্টার্জিত জয় তুলে নিয়েছেন অ্যাঞ্জেলিক কারবারের বিরুদ্ধে। রুদ্ধশ্বাস ম্যাচে কারবারের বিপক্ষে ৬-৭, ২-৭, ৬-৩, ৬-২ সেটে জয় পেয়েছেন হ্যালেপ। শেষ চারে তার প্রতিপক্ষ মুগুরুজাই।

ডেইলি বাংলাদেশ/সালি

 

Best Electronics
Best Electronics