Alexa ফোনে কথা বলতে গিয়ে প্রাণ হারালেন গ্রামীণফোন কর্মকর্তা

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

ফোনে কথা বলতে গিয়ে প্রাণ হারালেন গ্রামীণফোন কর্মকর্তা

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৫:৪১ ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:৫২ ২৫ জুলাই ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়া সদরের এরুলিয়া এলাকায় ট্রাকচাপায় গ্রামীণফোনের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার সাবগ্রাম ইউপির গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে। তিনি গ্রামীণফোন দুপচাঁচিয়া শাখায় সেলস এক্সিকিউটিভ ছিলেন।

সদর থানার এসআই খোরশেদ আলম বলেন, রাতে এক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রবিউল। পথে এরুলিয়া বাজারের শম্ভু ফ্লাওয়ার মিলের কাছে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার সঙ্গী অক্ষত রয়েছেন।

এসআই আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর