Alexa ফোক ফেস্টে গাইবেন অর্ণব

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ফোক ফেস্টে গাইবেন অর্ণব

 প্রকাশিত: ১২:৫০ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১২:৫০ ১০ নভেম্বর ২০১৮

শায়ান চৌধুরী অর্ণব

শায়ান চৌধুরী অর্ণব

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট- ২০১৮’ এর তৃতীয় দিন ১৭ নভেম্বর স্টেজ মাতাবেন শায়ান চৌধুরী অর্ণব। আর একেবারে আড়ালে চলে যাওয়া অর্ণব যখন খুঁজে ফিরছিলেন, তখনই পাওয়া যায় টেলিভিশন পর্দায়।

হ্যাঁ তার কাজিন মিথিলা অর্ণবকে নিয়ে আসেন বাংলা ভিশনের পর্দায়। অবশ্য এর নেপথ্যে একজন ছিলেন। অনুষ্ঠানের প্রযোজক সাজ্জাদ হোসাইনের আন্তরিক প্রচেষ্টায় বাংলাভিশনের ‘আমার আমি’ প্রোগ্রামে দেখা যায়। এই অনুষ্ঠানটি অনেক বছর যাবতই প্রচারিত হচ্ছে বাংলাভিশনে। 

মিথিলা উপস্থাপক হয়ে এসেছেন এবারে। আর এই পর্বেই এসেছেন শায়ান চৌধুরী অর্ণব।

এদিকে, অর্ণব ছাড়াও ওইদিন গাইবে নকশীকাঁথা, বাউল কবির শাহ, পাকিস্তানের শাফকাত আমান আলি ও স্পেনের লাস মিগাস ব্যান্ড।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics