Alexa ফেসবুক বন্ধ করতে চান ট্রাম্প, যা বললেন জাকারবার্গ

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ৩ ১৪২৬,   ১৯ সফর ১৪৪১

Akash

ফেসবুক বন্ধ করতে চান ট্রাম্প, যা বললেন জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৩৩ ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১২:৩৯ ২১ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার ফেসবুক ভেঙে দেয়ার বা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই আহ্বান তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে এ আহ্বান জানান ট্রাম্প। খবর- এএফপি।

এদিকে বছর জুড়েই প্রতিযোগিতা, ডিজিটাল প্রাইভেসি, সেন্সরশিপ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে স্বচ্ছতার আইনি প্রশ্নে জর্জরিত ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এরই জেরে ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাকারবার্গ। 

ওই সাক্ষাতের একটি ছবি টুইটারে পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, হাত মিলিয়ে জাকারবার্গের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন ট্রাম্প। ছবিটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ওভাল অফিসে ফেসবুকের মার্ক জাকারবার্গের সঙ্গে দারুণ সাক্ষাৎ হয়েছে।

ফেসবুকের এক মুখপাত্রের বরাতে খবরে প্রকাশিত হয়েছে, ট্রাম্প ও জাকারবার্গের মধ্যে ভবিষ্যৎ ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং এ সংশ্লিষ্ট নানা বিষয়ে ওই সাক্ষাৎকারে আলোচনা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর