Alexa ফের বিতর্ক ভারতে: বইতে বলা হয়েছে মসজিদ শব্দ দূষণের ‘উৎস’!

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

ফের বিতর্ক ভারতে: বইতে বলা হয়েছে মসজিদ শব্দ দূষণের ‘উৎস’!

 প্রকাশিত: ২১:৫৩ ৩ জুলাই ২০১৭  

আজান নিয়ে ফের ভারতে বিতর্ক শুরু হয়েছে। এবার এই বিতর্কের সূত্রপাত হয়েছে ইন্ডিয়ান সার্টিফিকেট ও সেকেন্ডারি এডুকেশনের (আইসিএসই) পাঠক্রমের একটি বই থেকে। বইতে বলা হয়েছে, মসজিদ খেকে শব্দ দূষণ হয়। যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়া সরব হয়েছেন অনেকে। অবশ্য ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে প্রকাশক সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে পরবর্তী সংস্করণে বদলে ফেলা হবে ছবিটি। সেলিনা পাবলিশার্সের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইতে দূষণের উৎস সংক্রান্ত অধ্যায় রয়েছে। তাতে একটি বিমান, গাড়ি, মসজিদের ছবি রয়েছে সামনে দুহাতে কান চাঁপা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। ছবিতে শব্দ দূষণের উৎস হিসাবে গাড়ি— বিমানের পাশাপাশি মসজিদকেও দেখানোয় ক্ষোভ আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বইটির প্রকাশনা সংস্থার পক্ষে ভুল স্বীকার করে টুইট করে জানানো হয়েছে, পরবর্তী সংস্করণ থেকে সরিয়ে ফেলা হবে ছবিটি। কোনো ব্যক্তির আস্থায় লাগলে তারা দুঃখিত। সূত্র: ইন্টারনেট ডেইলি বাংলাদেশ/আইজেকে