Alexa ফের ঝড় তুললেন মাধুরী 

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ফের ঝড় তুললেন মাধুরী 

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫১ ৯ নভেম্বর ২০১৯  

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বিগত তিন দশক ধরে যিনি অভিনয়, নাচ আর ভূবন ভোলানো হাসিতে উপমহাদেশের দর্শককে মুগ্ধ করে রেখেছেন। বর্তমানে অভিনয় কম করলেও দর্শক মহলে কমেনি তার আবেদন।

সম্প্রতি একটি রিয়েলিটি শো-তে নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘চুনরি কে নীচে’র তালে ফের নাচলেন মাধুরী। ফের তিনি প্রমাণ করলেন এক্সপ্রেশন এবং নাচের তালে আজও টেক্কা দিতে পারেন যে কাউকে।

কালো ট্রান্সপারেন্ট শাড়িতে মঞ্চে মাধুরীর উপস্থিতিতে করতালিতে ফেটে পড়ে চারদিক। তখনই বেজে ওঠে সেই আইকনিক গান ‘চুনরি কে নীচে’। সঙ্গে সঙ্গে গানটির সুরে নেচে ঝড় তুলেন মাধুরী। 

সেই ভিডিওটি ভাইরাল হবার পর ভক্তরা বলছেন, মাধুরী আজও একইরকম। ঠিক যেমনটা ছিলেন ‘খলনায়ক’ ছবিতে। খলনায়ক ছবিতেই জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বেঁধে মাধুরী নেচেছিলেন ওই জনপ্রিয় গানে।

সে সময় আলোড়ন তুলেছিল মাধুরীর ওই সেনসেশনাল আইটেম নাচ। গানের কথা নিয়ে যদিও আপত্তি জানিয়েছিলেন অনেকে, তবে সরোজ খানের কোরিওগ্রাফিতে সেই নাচ রাতারাতি পৌঁছে গিয়েছিল জনপ্রিয়তার শিখরে।

মাধুরীর মন মাতানো নাচটি দেখতে এখানে ক্লিক করুন 
 

ডেইলি বাংলাদেশ/এনএ