Alexa ফের জাতীয় লিগের স্পনসর ওয়ালটন

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

ফের জাতীয় লিগের স্পনসর ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৩৪ ৭ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:০৪ ৭ অক্টোবর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ক্রিকেটার গড়ার জায়গা জাতীয় লিগ। আর এ জাতীয় লিগ ভুগতে থাকে স্পনসরের অভাবে। আর তাই বারবার হাত বাড়িয় দেয় ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। এবার ও জাতীয় ক্রিকেট লিগের ২১ তম আসরের স্পনসর ওয়ালটন।  এবারের জাতীয় লিগের আসর মাঠে গড়াবে 'ওয়ালটন এনসিএল ২০১৯-২০' নামে।

সোমবার এই উপলক্ষে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, এডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়াও বিসিবি ও ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

বিসিবির সিইও জানান, আগামী তিন বছরের জন্য বিসিবির সঙ্গে জাতীয় লিগের চুক্তি থাকবে ওয়ালটনের।

ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট গুলোর সাথে আমরা আছি। আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পনসরের অভাব হয় না। কিন্তু ঘরোয়া টুর্নামেন্টে স্পনসরের অভাব দেখা যায়। আর তাই আমরা চেষ্টা করছি খেলোয়াড় তৈরির এই জায়গায় অবদান রাখতে।

এবারের আসরে জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় নিয়মিত অংশগ্রহণ করবে। তাই এবারের জাতীয় লিগটা একটু বিশেষ। 
গত ৮ বছর ধরেই এই জাতীয় লিগে স্পনসরশিপ করে আসছে ওয়ালটন।

ডেইলি বাংলাদেশ/আরএস