Alexa ফেনী-১ আসনে খালেদার মনোনয়নপত্র বাতিল

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

ফেনী-১ আসনে খালেদার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক :: staff-reporter

 প্রকাশিত: ১১:৪৭ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৪:০৬ ৬ মার্চ ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

রোববার বেলা সাড়ে ১০ টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র অবৈধ হওয়ায় বাতিল করা হয়। 

জানা গেছে, উচ্চ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড এবং নিম্ন আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

তবে রিটার্নিং কর্মকর্তা কারো মনোনয়নপত্র অবৈধ বলে বাতিল করলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি ইসিতে আপিল করতে পারবেন। কমিশন সেই আবেদন বাতিল করলে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে আপিল করতে পারবেন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, কমিশন সে অনুযায়ী কাজ করবে।

এর আগে, ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা শেষ হয় বুধবার। একই দিনে দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকিয়ে দেয়া উচ্চ-আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে মনোয়ন বাতিলের সম্ভবনা থাকলেও শেষ দিনে তিনটি আসনে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ