ফেনীতে ‘সহায়’র ফ্রি চিকিৎসা প্রদান
প্রকাশিত: ১৯:২৮ ৮ ডিসেম্বর ২০১৮ আপডেট: ১৯:৩০ ৮ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর সোনাগাজীতে শনিবার অসহায়-দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দিতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।
জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ক্যাম্পে মেডিসিন, গাইনী, সার্জারী, শিশু ও ডায়াবেটিস রোগের ১০ অভিজ্ঞ চিকিৎসক ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।
এ উপলক্ষে জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি মো. ওয়াহিদুজজামান।
‘সহায়’ সদস্য সাংবাদিক সোলায়মান হাজারী ডালিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর এসপি জাহাঙ্গীর আলম সরকার, সিনিয়র এএসপি (সার্কেল) রবিউল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাউসার, ফেনী প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের প্রমুখ।
মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়নে সহযোগীতায় ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যাল ও ইনসেফটা ফার্মসিউটিক্যাল লিমিটেড।
ডেইলি বাংলাদেশ/এমকেএ