Alexa ফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

ফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:২৪ ২১ আগস্ট ২০১৯  

ফেনীতে নিখোঁজ স্কুলছাত্র মোশাররফ হোসেন সজিবের মরদেহ উদ্ধার করেছে পিবিআই। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শর্শদী ইউপির ঘাগড়া গ্রামে একটি মুরগীর খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফেনী পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম বলেন, ঈদের পরদিন নিখোঁজ হয় সজিব। সে শর্শদী ইউপির সুফিয়াবাদ গ্রামের দেলোয়ার মির্জার ছেলে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশকে জানায় তার পরিবার। পরে এ ঘটনায় মানিক নামের একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘাগড়া গ্রামের একটি মুরগীর খামার থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়। সজিব হলি ক্রিসেন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শর্শদীর ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডেইলি বাংলাদেশ/জেডএম