Alexa ফুলবাড়ীয়ায় বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার আসামি নিহত 

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ফুলবাড়ীয়ায় বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার আসামি নিহত 

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:১৩ ৫ আগস্ট ২০১৯   আপডেট: ১০:১৯ ৫ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফুলবাড়ীয়ার গণধর্ষণ মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এর আগে ৩ আগস্ট রাতে পলাশতলীতে ১৬ বছরের এক কিশোরীকে তিনজন মিলে গণধর্ষণ করে। এ সময় ভিকটিম অজ্ঞান হয়ে গেলে তাকে ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়।

এ ঘটনায় ফুলবাড়ীয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। 

ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, মামলার পর রোববার রাতে পার্টিরা কালাদহ ঈদগাহ মাঠের সামনে অভিযান চালায় ডিবি। তখন ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা করলে তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে আসামিরা পালিয়ে যায়। 

এ সময় জহিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। সে কৈয়ারচালা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ডেইলি বাংলাদেশ /জেএস

Best Electronics
Best Electronics