Alexa ফুরাচ্ছে দেড় যুগের অপেক্ষা

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

ফুরাচ্ছে দেড় যুগের অপেক্ষা

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০৫ ২ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

অবশেষে ফুরাচ্ছে ফেনীর ছাগলনাইয়াবাসীর অপেক্ষার পালা। দেড় যুগ পর ছাগলনাইয়া-ফেনী ও ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কে চালু হচ্ছে বাস সার্ভিস।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

তিনি জানান, কর্মজীবী ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ১৮ বছর পর সড়ক দুটিতে বাস চলাচল শুরু হচ্ছে। মঙ্গলবার থেকে নিয়মিত বাস চলবে।

উপজেলা চেয়ারম্যান আরো জানান, প্রাথমিকভাবে ১০টি বাস দিয়ে যাত্রী পরিবহন শুরু হবে। পর্যায়ক্রমে সব সড়কে বাস চালু হবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এআর