Alexa ফুটপাতে জুতা সেলাই করেও চার মেয়েকে উচ্চ শিক্ষিত করছেন বাবা

ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

ফুটপাতে জুতা সেলাই করেও চার মেয়েকে উচ্চ শিক্ষিত করছেন বাবা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৪৭ ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:৪৯ ২৩ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁ সড়কের মুক্তির মোড়ের পাশে ফুটপাতে বসে জুতা সেলাই করেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গোপাল দাস। এরই মাধ্যমে মেয়েদের পড়াশোনার পাশাপাশি সংসার চালান তিনি।

গোপাল দাসের চার মেয়ে। তারা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এত প্রতিকূলতার মধ্যেও মেয়েদের পড়াশোনার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার স্বপ্ন দেখেন বাবা গোপাল দাস।

এদিকে তার চার মেয়েও ভীষণ আত্মপ্রত্যয়ী।  তারাও লেখাপড়া শিখে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সরকারি চাকরি নিতে চায়। তাদের সবার কণ্ঠেও শোনা গেছে আত্মবিশ্বাস।

জানা গেছে, গোপাল দাসের এক মেয়ে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর এ এম আই ই কোর্সে। অন্য মেয়েরা কলেজ ও মাধ্যমিকে পড়াশোনা করছেন।  এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়নি। 

কান্নাজড়িত কণ্ঠে গোপাল তার দৈন্যতার কথা জানাতে গিয়ে বলেন,  এক সময় সড়কের পাশে কুঁড়ে ঘরের দোকান ছিল। এক সময় সেটি ভেঙে দেয়া হয়। এরপরই সংসারে দৈন্যতা নেমে আসে। 

তিনি আরো জানান, ফুটপাতে বসে জুতা সেলাই করায় কমে গেছে রোজগার। বয়স বেড়ে গেছে। প্রায় সময়ই অসুস্থ থাকতে হয়। এতে রোজগার করতেও খুব কষ্ট হয়।

এদিকে গোপালের এ এম আই’তে পড়াশোনা করা মেয়ে জানান, পড়াশোনা শেষ করে তার একটাই স্বপ্ন, সে ভালো পুলিশ অফিসার হতে চায়।  অন্যথায় সে বিমানবালা বা কেবিন ক্রু হতে চায়।

তার কলেজে পড়ুয়া অন্য মেয়ে জানান, আমার স্বপ্ন, আমি ডিগ্রি পাস করে ভালো একটা সরকারি চাকরি করব। অপর এক মেয়ে জানান, আমারা সব বোনেরাই একটু হলেও কিছু করতে চাই।

ডেইলি বাংলাদেশ/জেডআর