Alexa ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:০৩ ১৩ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দেয়ায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসলিমদের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার জেরুজালেমের একটি পুলিশ স্টেশনে আগুনবোমা নিক্ষেপের এই মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এখবর জানিয়েছে।

এপি’র খবরে বলা হয়েছে, আগুনবোমায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু দ্রুতই পুরো আল-আকসা মসজিদের চারপাথে পুলিশ মোতায়েন করা হয়। এতে পুলিশের ঘেরাওয়ের মধ্যে আটকে পড়েন ফিলিস্তিনিরা। দুর্বৃত্তের খোঁজে তল্লাশী শুরু করে পুলিশ। তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। 

এরপরে ইসরায়েলি পুলিশ আল-আকসার প্রবেশ পথ বন্ধ করে দেয়। এছাড়া ওল্ড সিটিতেও প্রবেশে নিষেধাজ্ঞা জারি তারা।

আল-আকসার দায়িত্বে থাকা ওয়াকফের মুখপাত্র ফিরাস দিবস জানান, মসজিদের ভেতর থেকে প্রায় সব মুসল্লিকে বের করে দেয় ইসরায়েলি পুলিশ। ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১০ জন পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন।

ফিরাস বলেন, সব দরজা বন্ধ এবং কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/আরএ