Alexa ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৯ ১৪২৬,   ২৭ জমাদিউস সানি ১৪৪১

Akash

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৮:৫১ ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১১:৩০ ১২ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আসন্ন মাসগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। গেল মাসেই দেশটিতে ডেঙ্গুকে ‘মহামারী’ ঘোষণা করা হয়। খবর- সিনহুয়া।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ বছরের ২৪ আগস্ট পর্যন্ত এডিসবাহিত মশা ডেঙ্গুতে এক হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই শিশু, যাদের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০১৮ সালের ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ৬২২। দেশটির স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিংগো এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছর ২৪ আগস্ট পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আগের বছর একই সময়ে এই সংখ্যা ছিল এক লাখ ১৯ হাজার ২২৪ জন। ১৮ থেকে ২৪ আগস্টের মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯২ জন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেশি। 

এনরিক ডোমিংগো আরো জানিয়েছেন, সামনের মাসগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরো প্রকট হতে পারে। কারণ অক্টোবর বা নভেম্বর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর