Alexa ফিলিপাইনে চার্চের পর মসজিদে হামলা, নিহত ২

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

ফিলিপাইনে চার্চের পর মসজিদে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক :: international-desk

 প্রকাশিত: ১২:০৫ ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৪:৫৮ ৩০ জানুয়ারি ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর যাম্বোয়াঙ্গা সিটি’তে একটি মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

শহরটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে শহরের মসজিদে এ গ্রেনেড হামলার ঘটনাটি ঘটে। - খবর আল-জাজিরা’র

দেশটির সেনবাহিনীর আঞ্চলিক মুখপাত্র লে. কর্ণেল গেরি বেসানা জানান, দুবৃর্ত্তরা মসজিদের ভেতর দুটি গ্রেনেড ছোঁড়ে। এতে দু'জন নিহত এবং আরও চারজন আহত হয়। হামলার সময় ওই ব্যক্তিরা মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন।

দেশটির মুসলিম অধ্যুষিত অঞ্চল মিন্দানাওয়ে রোববার একটি রোমান ক্যাথলিক চার্চে বোমা হামলায় ২১ জন নিহত হন। এ ঘটনার দু’দিন পরই মসজিদে বোমা হামলার ঘটনাটি ঘটলো।

কোনো ব্যক্তি বা গোষ্ঠি এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

ডেইলি বাংলাদেশ/মাহাদী/টিআরএইচ