Alexa ফিলিপাইনের ক্যাসিনো হামলায় আইএসের দায়, প্রত্যাখ্যান করলো পুলিশ

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ফিলিপাইনের ক্যাসিনো হামলায় আইএসের দায়, প্রত্যাখ্যান করলো পুলিশ

 প্রকাশিত: ১০:১৮ ৩ জুন ২০১৭  

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ক্যাসিনোতে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে দেশটির পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা নেই। এ ব্যাপারে আইএসের দাবি প্রত্যাখ্যান করে ফিলিপাইন পুলিশ প্রধান বলেন, তারা যা ইচ্ছা দাবি করতে পারে। তারা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে বিভিন্ন হামলার দাবি করার জন্য কুখ্যাত। এই হামলাটি যে সন্ত্রাসী ঘটনা তার কোনো সত্যতা নেই। প্রসঙ্গত, গতকাল শুক্রবার ম্যানিলায় ওয়ার্ল্ড ম্যানিলা রিসোর্টে এক বন্দুকধারী নির্বিচার গুলিবর্ষণসহ জুয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৩৭ জন নিহত হয় যাদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে। এ ব্যাপারে আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাকের বিবৃতিতে জানায়, আইএসের এক যোদ্ধা এই হামলা চালিয়েছে। তবে আইএসের বিবৃতিতে কথিত যোদ্ধার কোনো ছবি প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ফিলিপাইনের সেনাবাহিনী আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে দেশেল দক্ষিণাংশের মিন্দানাওয়ে লড়াই করছে। গত এক সপ্তাহ ধরে মারাওয়ি শহরের দখল নেয়ার জন্য লড়ছে দুই পক্ষ।