ফাহমিদা নবীর গানে সেই লাবণী
প্রকাশিত: ১৬:৩৯ ১৮ মার্চ ২০২০ আপডেট: ০৮:৩৪ ২০ মার্চ ২০২০

ফাহমিদা নবী ও আফরিন লাবণী
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে ‘তিনটি উইশ’ নিয়ে বিচারক ইমির প্রশ্নে উত্তর দিয়ে বিতর্কিত হন আফরিন লাবণী। সে সময় সেরা দশে জায়গা করে ‘বিহেভিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন তিনি। এরপর তাকে বিভিন্ন ফটোশুটে অংশ নিতে দেখা গেছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর ‘তোমার জন্য’ গানের মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলেন লাবণী।
কামরুল হাসান সোহাগের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। আর গানের ভিডিওটি নির্মাণ করেছেন রেহমান খলিল। সম্প্রতি গানের ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে লাবণীর সঙ্গে মডেল হয়েছেন সুজন।
এ বিষয়ে আফরিন লাবণী বলেন, ফটোশুটে অংশ নিলেও ভিজ্যুয়ালে কোন কাজ করা হয়নি। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। প্রথম কাজেই ফাহমিদা নবীর মতো একজন শিল্পীর গানে মডেল হয়েছি, এটা আমার জন্য খুবই আনন্দের। কাজটা করে বেশ ভালো লেগেছে।
তিনি আরো বলেন, আমার মা মারা যাওয়ার পর আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। এখন থেকে নিয়মিত কাজ করবো। বেশ কিছু ভালো কাজের বিষয়ে কথাবার্তা চলছে। শিগগিরই ভালো কিছু খবর জানাতে পারবো।
লাবণী যুক্ত রয়েছেন রাজনীতির সঙ্গে। বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন তিনি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এনএ/টিএএস