Alexa ফাঁস হয়নি কৃষি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

ফাঁস হয়নি কৃষি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন

 প্রকাশিত: ১৮:৪৯ ২১ জুলাই ২০১৭  

কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র হিসেবে ফাঁস হয়েছে বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু যেসব প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার সবগুলোই ছিল ভুয়া। পরীক্ষার্থীরাই এ তথ্য দিয়েছেন। বৃহস্পতিবার রাত থেকেই প্রশ্নফাঁসের অভিযোগ শোনা যায়। ১ ঘণ্টার নৈর্ব্যত্তিক পরীক্ষার ১০০টি প্রশ্নের উত্তরই দেওয়া ছিল।পরীক্ষার্থীরা জানান, এই প্রশ্নে পরীক্ষা হয়নি। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় চললেও পরীক্ষা শুরু হলে বোঝা যায়, অর্থের বিনিময়ে যে প্রশ্নগুলো বিক্রি করা হয়েছে, সেগুলো সঠিক নয়। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টার এই পরীক্ষায় এক ঘণ্টা নৈর্ব্যত্তিক ও দুই ঘণ্টা লিখিত পরীক্ষা হয়। রাজধানীর ১০৩টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এই পদের জন্য আবেদন করেন ১ লাখ ৮০ হাজার ৮৮৭ জন। ডেইলি বাংলাদেশ/এসআই