Alexa ফরীদিকে মনে পড়ে...

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

ফরীদিকে মনে পড়ে...

 প্রকাশিত: ০৯:০৩ ১৩ ফেব্রুয়ারি ২০১৮  

হুমায়ুন ফরীদি

হুমায়ুন ফরীদি

জনপ্রিয় অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদির মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে এই গুণী অভিনেতাকে স্মরণ করবে।

সত্তর দশকের মধ্যভাগে মঞ্চ আর টিভি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু। পরে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অভিনয় করে অসংখ্য ভক্তের মনে চিরস্থায়ী আসন করে নেন তিনি। নায়ক কিংবা খলনায়ক সব চরিত্রেই সমান পারদর্শিতা দেখিয়েছেন হুমায়ুন ফরীদি।

১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় তার জন্ম। সেলিম আল দীন রচিত `কেরামত মঙ্গল`, `কীর্তনখোলা`, `মুনতাসির ফ্যান্টাসি`, `হাত হদাই`র মতো ধ্রুপদী নাটকে অভিনয় করে দর্শকনন্দিত হন।

টিভি নাটকে তিনি প্রথম অভিনয় করেন ‘নিখোঁজ সংবাদ’-এ। ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ‘কান কাটা রমজান’ চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। হুমায়ুন ফরীদির চলচ্চিত্রে প্রথম অভিনয় ‘হুলিয়া’য়। এক দশকের বেশি সময় তিনি রুপালি পর্দায় অভিনয় করেন। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন তিনি।

ডেইলি বাংলাদেশ /টিএএস/জেডআই